২০১৩ সালে অভিনেতা গৌরব চ্যাটার্জির সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর ২০১৫ সালেই বিবাহ বিচ্ছেদ। এরপর পরিচালক অভিমন্যু মুখার্জিকে বিয়ে করলেও ২০১৭ সালে সেই সংসারেও ভেঙে যায়।
দুই সংসার ভাঙার পর অভিনেতা সৌরভ দাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা বসু। শুধুই প্রেম নয়, লিভ-ইন সম্পর্কেও ছিলেন এই তারকা জুটি। তবে নতুন খবর সৌরভের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন অনিন্দিতা। ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে অনিন্দিতা বলেন, ‘বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছিল; তারপরও চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখার। কিন্তু পারিনি।
যে সৌরভের সঙ্গে থাকতে শুরু করেছিলাম, তার সঙ্গে আজকের সৌরভের অনেক অমিল। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বলুক তা চাইনি কাদা ছুড়াছুঁড়ির ভয়েই ফোন বন্ধ রাখতাম।’
এদিকে, লিভ-ইনের সময় একসঙ্গে একটি ফ্ল্যাট কিনেছিলেন তারা। এই বিষয়ে অনিন্দিতা জানান, ‘আপাতত সেটা দু-ভাগ হয়েছে; রেনোভেশনের কাজ চলছে।’ উল্লেখ্য, কলকাতা ছেড়ে বর্তমানে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন অনিন্দিতা। খুব শিগগির প্রতিম দাশগুপ্তের নেটফ্লিক্সের একটি সিরিজে দেখা যাবে অনিন্দিতাকে। তাছাড়াও অনন্ত মহাদেবনের ‘দ্য স্টোরিটেলার’-এ কাজ করছেন অনিন্দিতা। পাশাপাশি টলিউডেও টুকটাক কাজ করছেন এই অভিনেত্রী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।