![ফোক লাইভে অংশ নেবেন শারমিন ও খায়ারুল ওয়াসী](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/05/bi-1.jpg)
বিনোদন প্রতিবেদক: বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন ফোক শিল্পী শারমিন ও খায়রুল ওয়াসী। কিছু শেকড় সন্ধানী গান নিয়ে হাজির হবেন ।
২৭ মে বৈশাখী ফোক লাইভে রাত ৯টা ৩০ মিনিটে সরাসরি পারফর্ম করবেন এই গুণী শিল্পীদ্বয় ।
তারা বলেন, প্রতি অশেষ কৃতজ্ঞতা এখনো তিনি আমারে গাইবার শক্তি দিয়েছেন। র্শকরে কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান গাইব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক অনুষ্ঠানে। গানগুলো র্শকরে ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।
গানগুলো তাদের ভালো লাগলেই আমাদের পরম পাওয়া। তাসনুভা মোহনার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান প্রধান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।