
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯২ রোগী হাসপাতালে ভর্তি
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯২ রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮০ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। । এ বছর এখন পর্যন্ত এত রোগী একদিনে আর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ১৩৪ জন ঢাকার, বাকিরা ঢাকার বাইরের। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৭২ জন রোগী ভর্তি। এরমধ্যে ঢাকাতেই আছে ৪৬৭ জন। বাকি ১০৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫ হাজার ১১৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ৫২৬ জন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।