বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৯৫২ জনে।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হলেন।
শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৭৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনামুক্ত হলেন মোট ৬ লাখ ৫৩ হাজার ১৫১ বাংলাদেশি।
গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) করোনায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ৯৮ জনের মৃত্যু হয়েছিল করোনায়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।