
বরের জন্য অপেক্ষায় অতিথিরা। কখন আসবেন বর। অধীর আগ্রহে সবার অপেক্ষা। অবশেষে এলেন বর, তবে সবাইকে রীতিমতো চমকে দিয়ে। কারণ, গাড়ি কিংবা ঘোড়া নয়, তিনি এসেছেন কফিনে শুয়ে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও টিকটকে পোস্ট করেছেন এক ব্যবহারকারী।
ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘এটি কি কোনো শেষকৃত্য অনুষ্ঠান? আরে না। এভাবেই আমার বন্ধু বিয়ের মঞ্চে উঠেছেন।’
অনুষ্ঠানে উপস্থিত সবাই কিন্তু প্রথমে ধন্দে পড়ে গিয়েছিলেন। তারা ভেবেছিলেন, কফিনের ভেতরে নিশ্চয়ই কোনো মরদেহ আছে। তবে সবার ভুল ভাঙে কিছুক্ষণ পরই। হঠাৎ বর কফিনের ঢাকনা খুলে উঠে বসেন, আর বেরিয়ে এসে বিয়ের জন্য প্রস্তুত হন।
ভিডিওতে বর বা কনের পরিচয় জানানো হয়নি। উদ্ভট ওই পরিকল্পনার পর তাদের প্রতিক্রিয়া কেমন ছিল, তা-ও দেখা যায়নি। তবে ভিডিওটি দেখে যে অনেকে মোটেও খুশি হননি, তা বোঝা যায় তাদের মন্তব্য থেকে।
বেশির ভাগ মানুষের ভাষ্য, এমন কর্মকাণ্ড একেবারেই ‘অসম্মানজনক’। একজন লিখেছেন, ‘আমি সেখানে থাকলে বিয়েই ভেঙে দিতাম।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আমার কাছে এটা একেবারেই অসহ্য। কোনো অনুষ্ঠানে এমন হলে আমি সেখানে থাকবই না।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।