একসময় স্টার জলসার (star jalsha) জনপ্রিয় ধারাবাহিক মা তে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করে প্রত্যেক দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিথি (Tithi)। তার মন কারা অভিনয়ের দ্বারা সেই ছোট্ট বয়সেই প্রতিটি সিরিয়াল প্রেমীর মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিথি। পর্দায় ছোট্ট ঝিকিলের মায়ের জন্য প্রতিনিয়ত কষ্ট পাওয়া প্রতিটা মায়ের চোখের কোনে জল এনে দিত।
শুধু সিরিয়ালে নয় তিথি বেশ ছোট্ট বয়সে নিজের অভিনয়ের ছাপ ফেলেছে বড় পর্দাতেও। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (prosenjit chattopadhyay) সাথে বন্ধু সিনেমায় অভিনেতার ছেলের চরিত্রের সাবলীল অভিনয় করতে দেখা গিয়েছিল ছোট্ট তিথিকে।
তবে এখন অবশ্য সকলের প্রিয় সেই ছোট্ট ঝিলিক আর ছোট্টটি নেই, এখন সে যুবতী, এখন সে চুটিয়ে মডেলিং করছে, মাঝে মধ্যেই তার বিভিন্ন ছবি ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি, তেমনই তিথির একটি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দেখা যাচ্ছে একটি পিংক টপস এবং ব্ল্যাক হট প্যান্ট পরে আছে তিথি, টপস টি ঘাড়ের কাছ দিয়ে নেমে এসেছে, হট লুকে সিড়ির ওপর বসে আছে তিথি। এই ছবিটি ইনস্টাগ্রাম এর একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। আর তারপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তিথির এই ছবিটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।