
পশ্চিমাদের বেঁধে দেয়া দাম মেনে নেয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি করবে না রাশিয়া। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ বিষয়ে এক আদেশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরা।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে ব্যারেলপ্রতি রুশ তেলের দাম ৬০ ডলার বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো। অবশেষে তেলের দাম নিয়ে পশ্চিমা দেশগুলোর পদক্ষেপের উত্তর দিয়েছে রাশিয়া।
মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট পুতিনের জারি করা এক আদেশে বলা হয়, যেসব দেশ বেঁধে দেয়া দাম মেনে নিয়েছে, সেসব দেশে আসছে ১ ফেব্রুয়ারি থেকে পাঁচ মাসের জন্য অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হলো। আদেশে বলা হয়েছে, প্রেসিডেন্টের ‘বিশেষ সিদ্ধান্তে’ কোনো কোনো ক্ষেত্রে তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।