

যুদ্ধ বিরোধী অবস্থান নেয়ায় নিজ দেশের নাগরিকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে অভিযান নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে জাতীয় বেইমান হিসেবে সম্বোধন করেছেন তিনি।
টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় পুতিন যুক্তরাষ্ট্রের ওপরও ক্ষোভ ঝেড়ে বলেন, বেসামরিক নাগরিকদেরকে সেনাবাহিনীর মুখোমুখি করার মাধ্যমে পশ্চিমারা রাশিয়াকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। রুশ প্রেসিডেন্ট বলেন, সামষ্টিকভাবে পশ্চিমারা আমাদের সমাজ বিভক্ত করার চেষ্টা করছে।
তারা সেনা সদস্য নিহতের গুঞ্জন তুলছে, সামাজিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা হুমকি দিচ্ছে। পুতিন বলেন, তাদের লক্ষ্য একটাই, আমি পূর্বেই বলেছি; রাশিয়াকে ধ্বংস করা।
কিন্তু রাশিয়ানরা দেশপ্রেমিক এবং বিশ্বাসঘাতকদের পার্থক্য করতে পারবে। মুখের থুথু যেমন বাতাসে উড়ে যায় সেভাবে বিশ্বাসঘাতকরাও উড়ে যাবে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।