
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির দুই নেতার করা কটূক্তিতে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার (৯ জুন) এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, বিজেপির যে দুজন (নূপুর ও কুমার জিন্দাল) মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। মোদির পদত্যাগের দাবি করুন। রাষ্ট্রপতির কাছে চিঠি লিখুন।
আমি চাই বিজেপির বিরুদ্ধে তীব্র আন্দোলন হোক।
তিনি বলেন, এটা খুব সেনসিটিভ ইস্যু। আমরা সবাই একসঙ্গে থাকি। দেশের মধ্য বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করা অপরাধ। এদের গ্রেপ্তার করা উচিত। কোনো ধর্ম সম্পর্কে কারোর কোনো কটূ কথা বলার সাহস নেই।
মমতা বলেন, আমি চাই সংখ্যলঘুদের বিরুদ্ধে কেউ অ্যাটাক করলে, সংখ্যাগুরুরা পাশে দাঁড়াক। সংখ্যাগুরুদের কেউ অ্যাটাক করলে, সংখ্যালঘুরা পাশে দাঁড়ান। ঘটনা ঘটিয়েছে বিজেপি আর অবরোধ হচ্ছে পশ্চিমবঙ্গে।
এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলিমরা বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মমতা। হাতজোড় করে অবরোধ তোলার অনুরোধ করেন তিনি।
সূত্র : জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।