

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্ট ল্যানসিংয়ে অবস্থিত মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে রয়টার্স।
স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় পুলিশ। মিশিগানের ডেট্রয়েট শহরের সংবাদমাধ্যম দ্য ডেট্রয়ট নিউজ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এমিলি গুয়েরান্টের বরাত দিয়ে জানিয়েছে, আহতদের মধ্যে একজন পরে নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ গোলাগুলির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, ক্যাম্পাসের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি স্থান হলো, বার্কি হল নামে পরিচিত একটি একাডেমিক ভবনের কাছে এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কেন্দ্রের কাছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনকে আংশিক শনাক্ত করা সম্ভব হয়েছে। সেই ব্যক্তি খর্বাকৃতির, মুখোশ পরা এবং সে পায়ে হেঁটেই ক্যাম্পাসে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটি এ অঙ্গরাজ্যের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। এতে প্রায় ৫০ হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।