

রাশিয়াকে সহায়তা করায় একটি ইরানি ড্রোন প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানের ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের বরাত দিয়ে সিএনএন জানায়, ইউক্রেনে অবকাঠামোতে হামলা চালাতে রাশিয়া এসব ইরানি ড্রোন ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্রের দাবি, কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রিজ ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ইউক্রেনে এই প্রতিষ্ঠানের তৈরি ড্রোন ব্যবহার করে রাশিয়া হামলা চালাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ‘পুতিন যেন এসব অস্ত্র না পান এবং ইউক্রেনে যেন তিনি বিনা উসকানিতে বর্বরোচিত হামলা না চালাতে পারেন তা নিশ্চিত করতে আমরা সব চেষ্টা চালিয়ে যাব।’ পাশাপাশি, রাশিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে বলেও অভিযোগ তোলে ইরানের বিরুদ্ধে।
এর আগে, রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা স্বীকার করে ইরান। প্রসঙ্গত, ইরানের কুদস অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ ২০১৩ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় একে ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি হিসেবে উল্লেখ করে আসছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।