সংযুক্ত আরব আমিরাতের প্রত্নতাত্ত্বিকরা অন্তত সাড়ে ৮ হাজার বছর আগের কিছু স্থাপনার সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এটি আগের রেকর্ড আবিষ্কার বা সন্ধানের চেয়ে পাঁচশ বছরেরও বেশি পুরোনো।
সংবাদ সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে সোমবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। আবুধাবি শহরের পশ্চিমে ঘাঘা দ্বীপে অবস্থিত স্থাপনাগুলোর সন্ধান মেলে সংস্কৃতি ও পর্যটন বিভাগের একটি প্রত্নতাত্ত্বিক প্রোগ্রামের সময়। বিবৃতিতে বলা হয়েছে, আবিষ্কৃত কাঠামোগুলো সাধারণ গোলাকার কক্ষের মতো।
যাতে রয়েছে পাথরের দেওয়াল। ঘরের দেওয়ালগুলো পাথরের তৈরি, যা এখনো প্রায় এক মিটার (৩.৩ ফুট) উচ্চতা পর্যন্ত সংরক্ষিত রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, ক্ষুদ্র সম্প্রদায়ের লোকেরা সারা বছর দ্বীপে নিরাপদে থাকার জন্য সম্ভবত ছোট কোনো সম্প্রদায় এই ঘরগুলো বানিয়েছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।