

যেখানে নীরবতা নিরাপদ, সেখানে সত্য বলা যেন একপ্রকার সাহসিকতা। মোঃ জিহাদুল ইসলাম হলেন তেমন একজন কণ্ঠস্বর, লেখক, বিতার্কিক এবং সাইবার সচেতনতা কর্মী, যিনি বাংলাদেশের প্রেক্ষাপটে ভার্চুয়াল জগতকে আরও নিরাপদ ও মানবিক করে তুলতে কাজ করে চলেছেন।
শুধু শ্রেণিকক্ষে নয়, বক্তৃতা আর লেখালেখির বাইরেও তার পথচলা এক অন্যরকম সাহসিকতায় ভরা। যেখানে অনেকেই ডিজিটাল দুনিয়ায় শুধু ভোক্তা হয়ে থাকেন, সেখানে জিহাদুল ইসলাম হয়েছেন একজন কনটেন্ট ক্রিয়েটর, একজন চিন্তার জাগরণকারী।
২০২২ সালের “জাতীয় শিক্ষা সপ্তাহে” চাঁদপুর জেলার শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে স্বীকৃতি তার দৃঢ় অবস্থানের স্বাক্ষর মাত্র বাস্তবিক পরিবর্তনের জন্য তার প্রয়াস এর আগেই শুরু হয়ে গিয়েছিল।
গত ছয় বছরেরও বেশি সময় ধরে, তিনি কাজ করে চলেছেন ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা তৈরিতে। বিশেষ করে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স-এর মাধ্যমে তিনি তরুণদের নিরাপদ ও সচেতন ভার্চুয়াল উপস্থিতির জন্য নেতৃত্ব প্রশিক্ষণ ও কনটেন্ট তৈরিতে যুক্ত আছেন। তার তৈরি ভিডিও, পোস্ট ও তথ্যসমৃদ্ধ বক্তব্যগুলো মানুষের অনলাইন প্রতারণা থেকে রক্ষা, গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা বিষয়ে জ্ঞান, সামাজিক সচেতনতা ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করে।
কবি ও গীতিকার হিসেবে তার লেখাগুলো কেবল সাহিত্য নয়, প্রতিবাদের ভাষাও। তিনি লেখেন বাংলা ও ইংরেজি উভয় ভাষায়, যেখানে উঠে আসে—নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, বিবেকের একাকীত্ব, তরুণদের সচেতনতা ও জাগরণ, স্বাধীনতা, সত্য ও বিশ্বাস।
মোঃ জিহাদুল ইসলাম বলেন, “আমি কেবল কবিতা বা পোস্ট লিখি না — আমি মানুষকে জাগাতে লিখি।যাদের কণ্ঠ রুদ্ধ, আমি তাদের হয়ে বলি। সহজ নয়, নিরাপদও নয় — তবুও সত্য বলি।”
তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে সাইবার শিক্ষায় তরুণদের জন্য প্রশিক্ষণমূলক প্ল্যাটফর্ম তৈরি, রাজনৈতিক ও প্রতিবাদধর্মী কবিতার বই প্রকাশ, বাংলা ভাষায় ডিজিটাল নিরাপত্তা বিষয়ক একটি ভিডিও সিরিজ শুরু।
সত্য শুধু নীরবতার দাবিদার নয়, বরং তার প্রয়োজন একটি সাহসী ও শক্তিশালী কন্ঠ , মোঃ জিহাদুল ইসলাম সেই কণ্ঠেরই প্রতিচ্ছবি। তিনি একদিকে যুক্তির ভাষা, অন্যদিকে সাহসের প্রতিচ্ছবি। কলমে, কণ্ঠে, লেখালেখিতে এবং সোশ্যাল মিডিয়ায় — তার প্রতিটি উচ্চারণই যেন একটি প্রতিরোধ।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।