টাঙ্গাইলের কালিহাতীতে তিন ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন একজন। রোববার (১৩ মার্চ) সকালে ঢাকা-বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্টঘনা ঘটে৷ এ ঘটনায় ওই সড়কে প্রাায় দশ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে জোকারচর এলাকায় দুটি বালুবাহী ট্রাক ও একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়। আহত হয় আরও একজন।

পরে পুলিশ খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার ফলে সড়কে সাময়িক যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটলে অতিরিক্ত গাড়ির চাপে কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানগুলি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তারা।

 

 

কলমকথা/ বিথী