ডাঃ আব্দুল ওয়াদুদ,গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে পল্লবী রাণী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জুন) সকালে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু পল্লবী রাণী গোমস্তাপুর উপজেলার গঙ্গলপুর গ্রামের শ্রী প্রদীপ হালদারের মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকাল ১০ টার দিকে পল্লবী রাণী সবার আগোচরে পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা যায়। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুজি না পেয়ে সকাল সারে ১০ টার দিকে স্থানীয়দের তথ্য দেয় যে সে পুকুরে গোসল করতে নেমেছিলো। সেই তথ্য মতে পুকুরে খোঁজাখুজি করলে পল্লবী রাণীকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। এ মৃত্যুর ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মৃত্যুর লাশ সৎকারের জন্য তার বাবা শ্রী প্রদীপ হালদারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।