
আচারের কৌটায় পাচার হচ্ছিল ভয়ংকর মাদক আইস
আচারের কৌটায় পাচার হচ্ছিল ভয়ংকর মাদক আইস

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে আচারের কৌটায় পাচার হচ্ছিল ভয়ংকর মাদক আইস (ক্রিস্টাল মেথ)। পরে রাজধানীর কদমতলী এলাকা থেকে চালানটি জব্দ করে র্যাব-১০। এছাড়া অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত আইসের বাজারমূল্য প্রায় ৫ কোটি ২ লাখ টাকা।
গ্রেফতার মাদক কারবারির নাম মো. জাহিদুল আলম (২৫)। মঙ্গলবার (৮ মার্চ) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদ আসে কদমতলী এলাকায় আইসের বড় একটি চালান পাচার হবে। পরে সেখানে অভিযান চালানো হয়। দেখা যায়, অভিনব কায়দায় আচারের কৌটায় এক কেজি আইস পাচার করছিল মো. জাহিদুল আলম।
পরে ৫ হাজার ১৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা কক্সবাজারের টেকনাফ থেকে বিভিন্ন সময় অভিনব কৌশলে ভয়ংকর মাদক আইস ও ইয়াবা নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।