চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ও ০১টি পিকআপসহ গ্রেফতার ০২ জন।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর (নিরস্ত্র)মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্সসহ ০৯/১১/২০২০ খ্রি: ভোর ০৪.১৫ টায় চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভা এলাকায় সিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপসহ আসামী ১। মোঃ তারেক(২১), পিতা-নুরুল আলম প্রঃ করিম, মাতা-জোহুরা খাতুন, সাং-টেইঙ্গাকাটা, থানা-রামু, জেলা-কক্সবাজার ও আসামী ২। মোঃ আল আমিন(৩৫), পিতা-আব্দুল মালেক, মাতা-জাহেদা বেগম, সাং-খাদঘর, শাহরপাড়, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।