• গত ২২/১২/২০২০ইং তারিখে চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ০৩জন গ্রেফতার।

একেএম টি ইসলাম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি-

গত ২২/১২/২০২০ইং তারিখে চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ০৩জন গ্রেফতার।
তাদের হেফাজত হইতে ০৮টি ব্যাটারী, ০১টি তালা কাটার লোহার তৈরী যন্ত্র, চোরাই মাল বহন কাজে ব্যবহৃত ০১টি পিকআপ ভ্যান গাড়ী উদ্ধার ঃ

চন্দনাইশ থানার মামলা নং-২৩, তাং-২২/১২/২০২০খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড মূলে এসআই(নিরস্ত্র)/জাকির হোসেন, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র, চন্দনাইশ থানা, চট্টগ্রাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২২/১২/২০২০ইং তারিখ ০৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতেচন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার উপর চেকপোষ্ট করিয়া ০৮টি ব্যাটারী, ০১টি তালা কাটার লোহার তৈরী যন্ত্র, চোরাই মাল বহন কাজে ব্যবহৃত ০১টি পিকআপ ভ্যান, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো ন-১৭-২২১২ সহ আসামী ১। মোঃ লিটন(৩৫), পিতামৃত-আব্দুল ওহাব, মাতা-রতন বিবি, সাং-সোনাছাগা(কাজী বাড়ী), থানা-নাঙ্গলকোর্ট, জেলা-কুমিল্লা, এ/পি-সাগরিকা ষ্টেডিয়ামের পাশে ফারুক মিয়ার ভাড়া বাসা, থানা-হালিশহর, সিএমপি, চট্টগ্রাম, ২। মোঃ আলমগীর হোসেন(৩০), পিতা-মোঃ হাছি মিয়া, মাতা-রেখা বেগম, সাং-রতনপুর, বাধেরহাট বাজার, থানা-মাইজদী, জেলা-নোয়াখালী, এ/পি- দেওয়ানহাট আসিফের কলোনী, ২৪নং ওয়ার্ড, থানা-ডবলমুরিং, সিএমপি, চট্টগ্রাম, ৩। মোঃ হানিফ(৩১), পিতা-আব্দুল মান্নান, মাতা-ছবুরা বেগম, সাং- চাঁদসার হাজী বাড়ী, পোঃ কাদড়ি বাজার, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, এ/পি-দেওয়ানহাট, মুনছুরাবাদ, আবু তাহেরের ভাড়া বাসা, থানা-ডবমুরিং, সিএমপি, চট্টগ্রামদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।