তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রাম থেকে ২ কেজি ওজনের গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নাজির শেখ (৩২)। সে গোয়াইল বাড়ি গ্রামের মৃত জাকির শেখের ছেলে। তার দুই ছেলে। এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদি হয়ে ২০ এপ্রিল মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। মামলা নাম্বর (২২)। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. সহিদুল ইসলামের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে নাজির শেখের বাড়ির পাশে বেগুন ক্ষেতের আইলের সাথে জমির ভেতর থাকা ২ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার করেন।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, একটি গাঁজার গাছ গোয়াইল বাড়ি গ্রামের নাজির শেখের বেগুন ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ সময় নাজির শেখকে গ্রেপ্তার করা হয়। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।