

কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার মনপুরায় ৪ কেজি গাঁজাসহ মো. শাহআলম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫) আগস্ট ভোর পৌনে ৫ টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ^রগঞ্জ ৭ নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন মো. রাজীবের চায়ের দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. শাহআলম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গৌরীপুর জিলাংতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খলিফাবাড়ীর মৃত হাজী নায়েব আলী ছেলে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোর পৌনে ৫টার দিকে মনপুরা থানার এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমান, এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন, এসআই (নিরস্ত্র) লিটন হালদার ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ ৭নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন মো. রাজিবের চায়ের দোকান এলাকায় অভিযান পরিচালনা কওে ৪ কেজি গাঁজা সহ মো. শাহআলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা
হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।