সৈয়দ মাহামুদ শাওন (নিজস্ব প্রতিনিধি)ঃ তানোরের অপহৃত যুবক মিনারুল ইসলামকে ( ২৫) রাজশাহী নগরীর আমচত্বর থেকে  থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ।এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।তানোরের অপহৃত যুবক মিনারুল ইসলামকে ( ২৫) রাজশাহী নগরীর আমচত্বর   থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ।

এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।মিনারুল ইসলামকে তানোরের চাঁন্দুড়িয়া বাজার থেকে অপহরণ করে  ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।মিনারুলের ভাইয়ের মোবাইলে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়, এরপর মিনারুলের পরিবারের সদস্যরা তানোর থানার শরণাপন্ন হন।

এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের চার ঘন্টার মাথায়  নগরীর আমচত্বর এলাকায় থেকে মিনারুলকে উদ্ধার করে।এবং নগরীর মোল্লাপাড়া লিলিহল মোড়ের ইসমাইল হোসেন ওরফে রিপন ও আলিগন্জ পশ্চিমপাড়ার তরিকুল ইসলাম (২৯)নামের দুই অপহরণকারীকে আটক করে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, তানোর পৌর শহরের মথুরাপুর এলাকার মোবাইল টেকনিশিয়ান মিনারুল ইসলাম ।

রাজশাহী  নগরীর মোল্লাপাড়ার ইসমাইল হোসেন ( রিপন) এর কাছ থেকে একটি মোটরসাইকেল কেনেন।  এটির ডিজিটাল নম্বরপ্লেট  দেওয়ার কথা বলে গত সোমবার বিকেলে মোটরসাইকেল বিক্রেতা ইসমাইল উপজেলার চাঁন্দুড়িয়া

বাজারে ক্রেতা মিনারুলকে ডাকেন। এর পর তাকে অপহরণ করে  কাকনহাট এলাকায় নিয়ে বেঁধে রাখা হয়। এবং মারধরও করা হয়।ওসি আরও  বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে  আটক দুজন অপহরণ চক্রের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা  স্বিকার করেছেন, তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আইনি পক্রিয়া শেষে আটক দুজনকে
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কলমকথা/ বিথী