রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ডিভিশন উপকমিশনার মাহতাব উদ্দিন।

নিহত আহমেদ বুলবুল ডেন্টিস্ট ছিলেন এবং দুর্বৃত্তরা ছিনতাইকারী ছিল বলে পুলিশ মনে করছে। পুলিশ কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, ভোর ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে ডা. বুলবুল গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। দুর্বৃত্তরা ছিনতাইকারী হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খুঁজে বের করছি।

 

 

কলমকথা/ বিথী