হবিগঞ্জ জেলার মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মৃত চন্দ্র প্রধানের ছেলে রবি প্রধান (২৫), রবি মুন্ডার ছেলে প্রদীপ মুন্ডা (২২) ও মৃত বিম রাজ প্রধানের ছেলে সুমন রাজ প্রধান (৩২)।
শনিবার দিবাগত মধ্যরাতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এসআই জাকারিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ ওই ৩জনকে গ্রেফতার করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।