গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটের ছুরিকাঘাতে এক কলেজছাত্রী আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বরমী বালুঘাট এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মামুন (২৫) ওই গ্রামের আজগর আলীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রী বলেন, ‘মামুন প্রায়ই কলেজে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করতো। মাস খানেক আগে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে বাবা তা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। আজ দুপুরে কলেজ ছুটির পর বাড়ি ফেরার সময় বরমী বালু ঘাট এলাকায় আমার গতিরোধ করে। তাকে দেখে অন্য পাশ দিয়ে পালাতে গেলে ছুরি দিয়ে আঘাত করে।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা বলেন, ‘আহত ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার হাত, বুক ও পেটে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে।’
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভুঁইয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে ছাত্রীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।