শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে মহান মে দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ মে) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলা চৌমুহনী থেকে ভানুগাছ বাজার প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. অকিব আলী, প্রধান বক্তা ছিলেন জেলা নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক আবু সাঈদ।
অন্যান্যদের বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, এডভোকেট সানোয়ার হোসেন, সেভেন রিংস সিমেন্ট ব্যবস্থাপক সুরঞ্জিত দাস চৌধুরী, ক্রাউন সিমেন্ট ব্যবস্থাপক শেখ ওমর ফারুক, শ্রমিক নেতা আসমত আলী, ফয়জুর রহমান আবুল,নির্মাণ শ্রমিক কমলগঞ্জ উপজেলার সাবেক সভাপতি জয়নাল আবেদীন, ১নং মুন্সিবাজার শাখার সভাপতি আশিক মিয়াসহ আরো অনেকে। উপস্তিত ছিলেন সাংবাদিক পিন্টু দেবনাথ, আব্দুল বাছিত খান,শায়েখ আহমদ প্রমুখ। এছাড়াও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।