

‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্যকেন্দ্রে হবে যেতে’- এ প্রতিপাদ্যের আলোকে দিনাজপুরের খানসামায় নিরাপদ মাতৃত্ব দিবস-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে (শনিবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, স্বাস্থ্য সেবিকা, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শেষে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারগণ, নার্স, মিডওয়াইফসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।