

ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার, জামালপুর: ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW) জামালপুর জেলা শাখা ।
অদ্য শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় কলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হোসেন।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এম.এইচ. মজনু মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জনস্বাস্থ্য বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোহামম্মদ সহিদ উল্যাহ।
এছাড়াও বক্তব্য রাখেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট আইয়ুব আলী, শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক খান, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, পরিবেশ বিষয়ক সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি শামীম আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক শামিউল হাসান।
আলোচনা সভায় বক্তারা মানবাধিকার কর্মীদের করণীয় এবং মানবাধিকার ও মৌলিক অধিকার কি ? এ বিষয়ে বিশদ আলোচনা করেন।
এ ছাড়াও মুক্ত আলোচনায় বিভিন্ন পরামর্শমুলক বক্তব্য প্রদান করা হয়েছে ।
আলোচনা সভা শুরুর আগে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয় ।
সব শেষে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মানবাধিকার কর্মীরা ।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।