যশোরের কেশবপুরে “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ অক্টোবর (শনিবার) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর গিয়েই শেষ করা হয়। বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
অনুষ্ঠানে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, সেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমাল আলী, নিরাপদ সড়ক চাই (নিচসা) কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনর রশীদ বুলবুল, উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান, রমেশ চন্দ্র দত্ত, সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম।
আরোও পডুন:
কালীগঞ্জে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সম্মেলন অনুষ্ঠিত
শেখ হাসিনা পদত্যাগ না করলে এই চলমান সংকট সমাধান হবে না, বললেন মোঃ হারুনুর রশীদ এমপি
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডা: আলমগীর হোসেন, উপজেলা তথ্য সহকারি প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক আবু বক্কার সিদ্দিক,
কুঠির শিল্প বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য শাহানাজ পারভীন, সদস্য সাংবাদিক তাহমিনা পারভীন, নিরাপদ সড়কের নির্বাহী সদস্য প্রভাষক আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল করিম, আলমগীর হোসেন, গোলাম ফারুক বাবু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নিরাপদ সড়ক কেশবপুর শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।