বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে শনিবার পাথরঘাটা খালে ট্রলার থেকে ৫০০ কেজি প্রীতম্বরী গিটার প্রজাতির হাঙ্গর মাছ এবং ২০ কেজি শাপলাপাতা মাছসহ ৭ জেলেকে আটক করেছে।
কোস্টগার্ড সূত্র থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, সাগর থেকে আহরিত নিষিদ্ধ হাঙ্গর এবং শাপলা মাছ বিক্রির জন্য কাঠের একটি ট্রলার বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার খালে অবস্থান করছে।
দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ওই ট্রলার থেকে হাঙ্গর ও শাপলাপাতা মাছসহ ৭ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করে। ভ্রাম্যমাণ আদালতে ৭ জেলেকে নগদ ৩ হাজার টাকার আর্থিক জরিমানা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।