র‌্যাব-৩ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ২২.৫০০ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ আলা উদ্দিন (৪১), পিতা-মোঃ নাজিম উদ্দিন, সাং-চরগুল্লাখালী, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী এবং সহযোগী ২। মোঃ কামরুজ্জামান (২৬), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-দনুসারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৩। মোঃ আঃ খালেক (৪৫), পিতা-মৃত আঃ আজিজ, সাং-দনুসারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদের হেফাজত হতে ২২.৫০০ কেজি গাঁজা, ০১টি কাভার্ডভ্যান, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০৪ টি মোবাইলফোন, ০১ টি এটিএম কার্ড এবং নগদ ৪৯০৫/- টাকাসহ ০২/১২/২০২২ তারিখ ১৫১০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীগণ তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ উক্ত চক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ গাঁজা কাভার্ডভ্যান যোগে বহন করে আসছে। এছাড়াও তারা অবৈধ গাঁজা নিজ হেফাজতে রেখে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

ধৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।