মাদারীপুরে নিখোঁজের দুদিন পর মৌসুমি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামের মানিক হাওলাদারের মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মীরার স্ত্রী। তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার ৫ ও ৪ বছর বয়সী ২টি শিশু সন্তান রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালীর বড়কান্দি গ্রামের মানিক হাওলাদারের মেয়ে মৌসুমী আক্তারের সাথে কয়েক বছর আগে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামের সৌদি আরব প্রবাসী মো. ইলিয়াস মীরের বিয়ে হয়। এরপর তাদের ঘরে দুই সন্তান জন্ম হয়।

গত বুধবার সকালে মৌসুমি কাজের কথা বলে বাবার বাড়ি থেকে বের হন। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। এই নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে গ্রামের বিভিন্ন জায়গায় মাইকিংও করা হয়। নিখোঁজের তিনদিন পর শুক্রবার রাত ৭টার দিকে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তুরিয়াকান্দি গ্রামের আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি বাগানে গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। এসময় তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার মর্গে প্রেরণ করেছে।