দিনাজপুরের খানসামায় স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে অনশন করছে প্রেমিকা। গত ১ আগস্ট রবিবার দুপুর থেকে অনশন শুরু করে সে এবং এ ঘটনায় পলাতক রয়েছে প্রেমিক ডালটন রায়।

প্রেমিক ডালটন রায় উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুর্ব হাসিমপুর গ্রামের বানিয়া পাড়ায় শ্রী জয়কান্ত রায়ের ছেলে।

আর প্রেমিকার বাড়ি উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার সুশীল রায়ের মেয়ে পপি রাণী রায় ও পাকেরহাট বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। জানা যায়,উপজেলার মানিকগঞ্জ বাজারে প্রেমিক ডালটন রায়ের মোটর সাইকেল মেকারের দোকান থাকায় তার সাথে পরিচয়ের পর এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর তারা মোবাইল ও এসএমএসে নিয়মিত কথা বলতেন।

এছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছিলেন। এমনকি প্রেমিক ডালটন প্রেমিকা পপি রায়কে অনেক বার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত ২ মাস ধরে প্রেমের সম্পর্কটি জানাজানি হলে তাদের মধ্যে ফোনে যোগাযোগ বন্ধ হওয়ায় শেষ পর্যন্ত প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে প্রেমিকা পপি রায়।

অনশন চলা কালে প্রেমিকা পপি রায় জানায়, সে তার প্রেমিক ডালটন রায়কে বিয়ে না করা পর্যন্ত তার বাড়ি থেকে কখনো বের হবেন না। এক প্রশ্নের জবাবে প্রেমিকা পপি রায় আরও বলেন, প্রেমিক ডালটনের সাথে কখনো তার শারীরিক সম্পর্ক হয় নাই। এ ঘটনায় প্রেমিক (ডালটনের) বাবা জয়কান্ত রায় বলেন, এ ঘটনার দিনে আমার ছেলে প্রেমের বিষয়টি অস্বীকার করে বিয়ে করবে না মর্মে বাড়ি ছেড়ে লাপাত্তা হয়ে যায়।

স্থানীয় এলাকাবাসীর অনুরোধে মেয়েটাকে বাড়ির ভিতরে রাখা হয়েছে। এ প্রসঙ্গে খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, এঘটনায় এখন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।