ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানক্ষেত দেখে ফেরা হলোনা মোঃ জালালের (৪২) বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে হৃদপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হয়ে নিহত হন তিনি। সকাল সাড়ে ৭ টার দিকে মোঃ জালাল বাড়ির পাশে লাগানো ধানক্ষেত দেখতে যান।
এসময় আচমকা হৃদপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি৷ তার এই মারা যাওয়ার খবর পেয়ে গ্রামের লোকজন ভিড় করেন তার বাড়িতে।
মোঃ জালাল ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের কাছু মিয়ার ছোট ছেলে৷ ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জালালের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।