কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: আরিফুজ্জামান আরিফ পিএইচডি ডিগ্রী লাভ করায় এ সংবর্ধনা দিলেন তারা। কোটচাঁদপুর হাসপাতাল সড়কের বন্ধুর পাশে বন্ধু কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। আরিফুজ্জমান আরিফ, পিতা- মৃত আসাদুজ্জামান।

কোটচাঁদপুর হাসপাতাল পাড়ার বাসিন্দা। ১৯৯৮ সালে আরিফুজ্জামান কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন। এরপর তিনি এইচ এস সি পরিক্ষায় উর্ত্তীন হন কোটচাঁদপুর কে এম এইচ ডিগ্রী কলেজ থেকে।

অনার্স মাস্টার্স করেন জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ে। পরে উচ্চ শিক্ষা ও ডিগ্রী লাভের জন্য পাড়ি জমান আমেরিকা। পড়া-লেখা করেন দীর্ঘ ৬ বছর। লাভ করেন পি এজ ডি ডিগ্রী। এরপর আরিফ আর দেশে আসেননি। সম্প্রতি তিনি দেশে এসেছেন। এ কারনে এ সংবর্ধনার আয়োজন করেন বন্ধুর পাশে বন্ধু এ সংগঠনটি। যারা সব ৯৮ সালে পাশ করা এস এস সি ব্যাচের। আরিফ নিজেও ওই ব্যাচের একজন।

যার স্থায়ী কার্যালয় কোটচাঁদপুর হাসপাতাল সড়কে। এ সংগঠনটি গেল ২০১৮ সালের দিকে তৈরি করেন ওই সব বন্ধুরা। যা ইতোমধ্যে মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। তারা পাশে দাঁড়িয়েছেন অনেক অসহায় মানুষের। সামাজিক কাজও করে চলেছেন তারা।

এ সংগঠনের অন্যতম সদস্য আরিফুজ্জামান আরিফ। তার উপলক্ষে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠানের। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু সাইদ রহমান, তরিকুল ইসলাম তুহিন, শহিদুল ইসলাম, পবিত্র কুমার, শাফায়েত হোসেন, ওয়াদুদুর রহমান, মাহফুজুল আলম মামুন, সাইফ ইসলাম, গোলাম কিবরিয়া বিপ্লব, কল্লোল রহমান, দেবাশীষ, জিতু রহমান, জিয়াউল ইসলাম ও ইউনুচ আলী। পরে ওই বন্ধুকে ক্রেষ্ট তুলে দেন বন্ধুরা।