বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ক্রুটি করেন না কেউই। সবাই চেষ্টা করেন জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের দিনটি উপলক্ষে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের নিয়ে সাধ্যমতো আয়োজন করতে।
অনেকে সাধ্যের বাইরে গিয়েও বিয়ের অনুষ্ঠানে খরচ করে ফেলেন। তবে সাধ্যাতীত কিংবা সাধ্যমতো, কোনো পথেই হাঁটলেন না এই কনে। বিয়ের অনুষ্ঠানের খরচটা আদায় করে নিতে চাইলেন অতিথিদের পকেট থেকেই।অতিথিদের সাফ জানালেন বিয়ের অনুষ্ঠানে খরচ করার মতো টাকা তাদের নেই। তাই বিয়েতে অনুষ্ঠানে আগত সব অতিথিদের কাছে আট হাজার টাকা দাবি করে বসলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে বরের এক বন্ধু ওই ঘটনা শেয়ার করেছেন। তিনি এক পোস্টে লিখেছেন, তার বন্ধুর বিয়ের নিয়ন্ত্রণপত্রেও লেখা ছিল, আমরা খাবারের দাম বহন করতে অক্ষম। তাই প্রত্যেক অতিথিকে ৯৯ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার টাকার বেশি) দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।