মিজানুর রহমান মিলন: শেরপুর মানবাধিকার সংস্থা “আমাদের আইন শেরপুর সদর উপজেলার শাখার সভাপতি, শেরপুরের গার্মেন্টস ব্যাবসায়ী, রোটারিয়ান সদস্য, মনির ফ্যাশন এর সত্বাধীকারী মনিরুজ্জামান মনির না ফেরার দেশে চলে গেলন।
গত ১৭শে জুন (বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হন তিনি।এরপর ১৯শে জুন (শনিবার) তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৩শে জুন (বুধবার) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
মরহুমের জানাজা নামাজ আজ ২৩শে জুন (বুধবার) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় শেরপুর শহরের উত্তর নওহাটা আলহাজ্ব মহসীন সাহেবের ধানের খলায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজা নামাজে অংশ গ্রহণ করেন, শেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম আধার, শেরপুর পৌরসভার কমিশনার মোঃ নজরুল ইসলাম, কাউন্সিলর মোঃ ইদ্রিস আলী গেন্ডাকুল, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ও শেরপুর জেলা শাখার চেয়ারম্যান মোঃ নুর-ই-আলম চঞ্চল, সাব-কো অর্ডিনেটর ও শেরপুর জেলা শাখার সেক্রেটারী মোঃ নাজমুল আলম, কো-চেয়ারম্যান কাজী আবুজর মোহাম্মদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম জাহাঙ্গীর, সদর কমিটির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, শেরপুর পৌর শহর কমিটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,
ঝিনাইগাতী উপজেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বাজিতখিলা ইউনিয়ন শাখার উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামীলীগ ৩নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী, উপদেষ্টা ও বাজিতখিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” বাজিতখিলা শাখার সভাপতি মোঃ সাহা আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল আহম্মেদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আতিক মিয়াসহ শেরপুরের গার্মেন্টস ব্যাবসায়ী, রোটারিয়ান সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারের সকল কম কয়েক হাজার মুসল্লিয়ান অংশ গ্রহণ করেন।
মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার শান্ত রায় ও শেরপুর পৌর শাখার সভাপতি ডাঃ রতন চন্দ্র দাস মরহুমের জানাযা নামাজে অংশ গ্রহণ করতে না পারলেও উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মনিরুজ্জামান মনিরকে দাফন করা হয়। তার মৃত্যুতে শেরপুর জেলা গার্মেন্টস ব্যাবসায়ী, রোটারিয়ান, দৈনিক পত্রিকা পরিবার, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখা, সদর উপজেলা শাখা, পৌর শহর শাখা, ইউনিয়ন শাখাসহ সকল মানবাধিকার কর্মী গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।