মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বন্ধু মহলের আয়োজনে (০১ সেপ্টেম্বর) ২১ইং সকালে আবাদ তাকিয়া মাদ্রাসা মাঠে সহোদর গ্রামের মরহুম সফির উদ্দিন মিলার এর পুত্র, উপজেলা ছাত্রলীগ সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও কাউন্টার মাস্টার মরহুম জাহিদুল ইসলাম গত ০২ জুলাই ২১ইং মৃত্যুবরণ করেন।

এর স্মরণে আলোচনা সভা,মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত স্বরণসভা আলোচনায় অংশ নেন, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি,উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা আ:লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক ও সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,অধ্যক্ষ আইয়ুব আলী,সাবেক ভিপি কামাল উদ্দিন।

মরহুম জাহিদুল ইসলাম একজন হাস্যজ্জল ভাল মনের মানুষ ছিলেন,পরকালে তিনি জান্নাতবাসী হোক আমীন।