নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত ও পাট মন্ত্রী দস্তগীর গাজী বীর এমপি`র নির্দেশনায় আওয়ামিলীগ নেতা আনছর আলী`র উদ্যোগে শীতার্তদের মাঝে ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বাঘবের এলাকায় শীতার্তদের মাঝে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ করেন আওয়ামিলীগ নেতা আনছর আলী। এসময় আওয়ামিলীগ নেতা আনছর আলী বলেন মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর এমপি`র নির্দেশনায় এ শীতবস্ত্র বিতরণ ধারাবাহিক ভাবে চলতে থাকবে এবং রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি পরিবার এ শীতবস্ত্র পাবে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, মুরাদ হাছান, বাদশা মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের শাহ মোহাম্মদ জিনালী ভান্ডারী, রূপগঞ্জ যুবমহিলীগের সভাপতি ও ইউপি সদস্য জিন্নাত জাহান জিছান, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা মেহেদী হাছান খান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।