ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত
আগামী ৫-১৯ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদস্য সচিব রাশেদুর রহমান, সিভিন সার্জন কার্যালয়ের সুপারেটেনডেন্ট ফনি ভূষন রায়, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক, ওয়ার্ড কাউন্সিলর, স্কুল শিক্ষক, মসজিদের ঈমামসহ অনেকে।
পৌরসভার ১২টি ওয়ার্ডে ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৩টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৩ হাজার ৭’শ জন শিশুকে এবং ১ বছর থেকে ৫ বছরের নীচে পর্যন্ত ১৩ হাজার ৫’শ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।