গত শুক্রবার (২৮ই জানুয়ারী) বিকালে নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা সিলট্রাব মধ্যে পাড়া বাইতুন নূর জামে মসজিদ ও নুরানি হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা শর্ট সার্কিট থেকে আগুন লেগে মাদ্রাসার ১০ জন এতিম এবং ৩৬ জন শিক্ষার্থীদের ট্রাংক, কাপড় সহ সবকিছু পুরে যায়। ওই রাতেই উপজেলা প্রশাসন কম্বল সহায়তা প্রদান করেন।
আজ ৩১ জানুয়ারি বিকালে উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামিম মোঃ রবিউল ইসলাম, সভাপতি আমিনুর রহমান, সাধারণ আতাউর রহমান, রাসেল ট্রুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক রাসেল কাজি, মাদ্রাসার কার্যকারি সদস্য জাহাঙ্গীর কবির, মাওঃ শাহিন প্রমুখ।
এ সময় সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার বলেন, সমাজের প্রত্যেক মানুষের উচিৎ নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাহলে এই এতিম শিশুরা আবার আগের মত পড়াশুনা করতে পারবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।