

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় চার কেজি ওজনের দুটি ইলিশ ধরা পড়েছে। শনিবার ভোরের দিকে ধরা পড়া মাছ দুটি ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।
এক জেলে জানান, সকালে বিশালাকার দুটি ইলিশ দুলাল মণ্ডলের আড়তে বিক্রি করতে দেখেছি। এমন মাছ যিনি পেয়েছেন তার কপাল খুব ভালো। এখন নদীতে এরকম ইলিশ তেমন একটা দেখা যায় না।
এ বিষয় দৌলতদিয়া ৫ নম্বর ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ইলিশ দুটি সকালে নিলামের মাধ্যমে বাজারের দুলাল মোল্লার আড়ত থেকে ক্রয় করি। মাছ দুটির ওজন প্রায় চার কেজি। তিনশত টাকা লাভ রেখে ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করে দিয়েছি।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।