করোনাভাইরাসে মারা গেছেন গায়ক বর্ণ চক্রবর্তী। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩৫ বছর। বর্ণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।
জানা গেছে, বর্ণ এক সপ্তাহ ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কম ছিল। প্রয়োজনীয় ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। তার মৃত্যুতে ফেসবুকে ছবি ও মন্তব্য দিয়ে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, গীতিকার আসিফ ইকবাল, রন্টি দাস, জুলফিকার রাসেলসহ আরও অনেকেই। ছোটবেলা থেকে গানের ভেতরেই বর্ণ চক্রবর্তীর বেড়ে ওঠা। গানের পাশাপাশি তিনি মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করতেন। চলতি বছরের ৯ এপ্রিল মুক্তি পায় বর্ণের প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’। অ্যালবামের সব কটি গানের কথা, সুর ও সংগীতায়োজন তার নিজেরই ছিল