মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম, এ গফুর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বদলগাছী মাস্টারপাড়াস্থ নিজ বাসভবনে স্ট্রোক করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল আনুমানিক ৬৩ বছর।
এম, এ গফুর বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের তিনবারের (১৯৮৮, ১৯৯২ ও ২০১১) নির্বাচিত সফল চেয়ারম্যান ছিলেন। তিনি এক ছেলে, এক মেয়ে, এক স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জানাজা শেষে কাদিবাড়ি শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।