- বেগম রিজিয়া নাসের এর মৃত্যুতে খুলনা সোসাইটির শোক প্রকাশ
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সেখ সালাহউদ্দিন জুয়েল এর মাতার বেগম রিজিয়া নাসের এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা সোসাইটির নেতৃবৃন্দ। এক বিবৃতি নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন- চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, কো-চেয়ারম্যান আজগার বিশ্বাস তারা, ভাইস-চেয়ারম্যান হৃদরোগ বিশেষজ্ঞ ডা: বিষ্ণুপদ সাহা, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মহাসচিব ইঞ্জি. সাব্বির হোসেন, যুগ্ম মহাসচিব এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মেহেজাবিন মুবিনা হেমা, আল-আমিন শিশির, ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ, ইঞ্জি. মিজানুর রহমান, সারিকা জামান রুনা, ডা: চয়ন বিশ্বাস, জি এম শহিদুল ইসলাম, শেখ সাদিকুর রশিদ অভি, শফিকুল আলম বিপ্লব, কাজী আইনুল মুন, সম্পাদকমন্ডলীর সদস্য প্রফেসর তাসরিনা বেগম, অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, মেহেজাবিন খান, শিউলী বিশ্বাস, এস এম বদরুল আলম রয়েল, ডা: দেবাশিষ সরকার, ডা. মেহেদী হাসান, আব্দুল জলিল সাগর, কাজী রিয়াদ সুমন, মো: জয়নাল ফরাজী, সুবর্না রহমান খান, ইলিয়াস হোসেন লাবু, মো: বাবুল আকতার, গোপাল কর্মকার, ইঞ্জি: আরিফুল ইসলাম, সাজিনা ইসলাম, নাজমুল হোসেন তাপু, রোটা: ইসরাত আমিন শাবানা, ডা: নয়ন পাল, ইয়াফেস ইসিতিহাদ দীপ, সম্মানীত সদস্য ড. সৈয়দ হাফিজুর রহমান, সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, চেম্বার পরিচালক মাহাবুব আলম, বেগ রফিকুল ইসলাম, তৈয়বা খাতুন চেমি, তারেক হাসান, ড. শাফায়েত হোসেন, এস এম মিশকাতুল ইসলাম, ইমরুল কায়েস জুয়েল, সোহা শায়েবা ইতি, এ্যাড. তনিমা তাসিনিম দিবা, রোটা: তাওহিদুল ইসলাম সোহাগ, ইঞ্জি: হাসিবুর রহমান ইমন, ডা. কামাল উদ্দিন, রফিকুল ইসলাম পিটু, প্রফেসর আহমেদুল কবির চাইনিজ, ডা: প্রদীপ দেবনাথ, মোহাম্মাদ ফারুক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।