শেখ মোস্তফা কামাল কেশবপুর যশোর প্রতিনিধিঃ- যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন-২২৭ এর অন্তভূক্ত কেশবপুর পিক-আপের ড্রাইভার একতা সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারী (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টি পদে নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোঃ অহিদুরজ্জামান (উটপাখি) প্রতীকে ৩৭ ভোট পেয়ে সভাপতি, মোঃ ফারুক হোসেন বাবুল (পানির বোতল) প্রতিকে ৪৬ ভোট পেয়ে সহ-সভাপতি-১ ও মোঃ আলমগীর হোসেন (ডাব) প্রতীকে ৪৪ ভোট পেয়ে সহ- সভাপতি-২, মোঃ সিদ্দিকুর রহমান মিজান (হরিণ) প্রতিকে ৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও মোঃ শামীম রেজা (মটরসাইকেল) প্রতিক নিয়ে ৪৩ ভোট পেয়ে সহ- সাধারণ সম্পাদক, আবুল বাশার (মোরগ) প্রতিকে ৪৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফারুক হোসেন যুগ্ন-সম্পাদক, জাহিদ হাসান প্রচার সম্পাদক ও শাহীন আলম কোষাধাক্ষ্য পদে নির্বাচিত হন।

নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যশোর জেলার পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি শাহিদ হাসান জনি, যুগ্ন- সম্পাদক মুজিবুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর মাইক্রো ও প্রাইভেটকার সমিতির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।
আলোচনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।