এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে ২৫০টি দুস্থ্য পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোশাক ও খাদ্য সামগ্রী সম্বলিত “ঈদ প্যাক” বিতরন করেছেন ডিজিটাল আইটি সলুশনের স্বত্যাধীকারি মোঃ আরিফুল ইসলাম।

গতকাল ১৯শে এপ্রিল বিকাল ৩টায় মণিরামপুর পৌর শহরের তাহেরপুরে নিজ বাড়ির সামনে এই প্যাক বিতরন করেন।

মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছায় করে কার্ডের মাধ্যমে নিজ অর্থায়নে এই সামগ্রী বিতরন করা হয় বলে জানিয়েছেন আরিফুল।
উপজেলার কুয়াদার জামজামি থেকে ঈদ প্যাক নিতে আসা ইদ্রিস মোল্লা জানান,আমার বাড়ি জামজামি।কয়েকদিন আগে একটি মাধ্যমে জানতে পারি ঈদ উপলক্ষে আরিফুল নামে একজন ব্যাক্তি তালিকা করছেন।সে তালিকায় আমি আইডি কার্ডের ফটোকপি দেই।আজ এসে সেটা পেলাম।বউয়ের জন্য শাড়ী,আমার লুঙ্গি,সেমাই,চিনি সহ অনেক কিছুই দিছে।সমাজে তো অনেক বিত্তশালী লোক আছে, তারা তো কেউ দিলোনা।যায় দিছে এটাই অনেক,এতেই আমরা খুশি।
কথা হয় হালসা থেকে আসা নাদিরা নামে এক যুবতীর সাথে তিনি বলেন,ভায়া আমার মায়ের শাড়ী,বাবার জন্য লুঙ্গি, আমার জন্য একটি থ্রী পিছ দিছে।ইনার কাপড়গুলো দেওয়ার সিস্টেম ভালো।হিসাব করেই যার যা প্রয়োজন তাকে তাই দিচ্ছে।আলহামদুলিল্লাহ পোশাক ও খাদ্য সামগ্রী পেয়ে খুব ভালো লাগছে।
ঈদ প্যাক বিতরন শেষে ডিজিটাল আইটি সলুশনের আরিফুল ইসলাম বলেন,আমার অনেক দিনের ইচ্ছা আমি অসহায়,দূস্থ্যদের জন্য কিছু করবো।সামনে মুসলমান সম্প্রদায়ের একটি বড় উৎসব,এদিনে গরীব দুঃখী সবাই খুশি,আমার ঈদের আনন্দ এভাবে সবার সাথে শেয়ার করতে পারাতে আমার আত্বাতৃপ্ত।দীর্ঘদিন যাবত আমি আমার প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছি।আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এখন সমার্থ দিছে।আমি যে কোন অসহায় লোকের পাশে দাড়াতে পারলেই ভালো লাগে।আমি যে পোশাক ও খাদ্য সামগ্রী দিয়েছি প্রতিটি পন্যই আমার চয়েজ করা ও মানসম্মত।
উল্লেখযোগ্য মানবতার ফেরীওয়ালা হিসাবে কয়কদিন আগেও উপজেলার মধুপুর গ্রামের মৃত মিন্টুর পরিবারের মাঝে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী নিজে পৌঁছে দিয়ে আসেন মোঃআরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আরিফুল ইসলামের পিতা মোঃমফিদুল ইসলাম,ডিজিটাল আইটি সলুশনের মেহেদী ইউসুফ,আবুহুরাইরা, রাকিবুল ইসলাম,রবিউল ইসলাম,ঐশী সিংহ প্রমূখ।