ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন সেভ হিউম্যান লাইফ।

মঙ্গলবার (০৫ এপ্রিল) বিকেলে জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর গ্রামের বয়স্ক, বিধবা ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী করেন সংগঠনটি৷ ইফতার প্যাকেজে মুড়ি,ছোলা,চিড়া,গুড়,খেজুর ও সয়াবিন তেল বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী পাওয়া বিধবা নুরজাহান বেগম বলেন,রমজানের দুটা রোজা অনেক কষ্ট হল। নিজের কোন আয় রোজগার নাই। ছেলেরা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। কেউ খবর রাখেনা। আজকে সেভ হিউম্যান লাইফ ইফতারের জিনিসপত্র দিল। আজকে আমি খুব খুশি। খুব আনন্দ লাগছে৷

 

 

সেভ হিউম্যান লাইফ এর চেয়ারম্যান সাইফুল্লাহ আল হেলাল বলেন,আমরা চেষ্টা করছি রমজান মাসে সমাজের অসহায়,দুস্থ পরিবারের পাশে দাড়ানোর। সেই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় আজকে ঠাকুরগাঁওয়ে ৫০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের পাশে দাড়ানোর। সবাই এগিয়ে এলে আরও মানুষ উপকৃত হবেন৷