আগামী ৬জুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সন্মেলনকে সফল করার লক্ষে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪মে (মঙ্গলবার) বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুুষ্ঠিত হয়।

ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এস এম আকবর খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মজিবর রহমান, যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান ভিপি শহিদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও জামুরিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্ট্রিংস,সদস্য এ্যাডঃ মিন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাবেক ভিপি সাইদুর রহমান লিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোনাফ সানা, আবু সাইদ রুবেল (ভিপি রুবেল) ও সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক ।

এসময় আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম মিয়া।