আজ ১৪মে শনিবার মনিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক বৃহৎ আনন্দ মিছিল বের হয়।
মণিরামপুরের প্রায় ২০০কোটি টাকা ব্যয়ে শেখ জহরুল হক পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ও প্রকল্প বাস্তবায়নকারী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মনিরামপুর পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমানের উদ্যোগে এবং উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর নেতৃত্বে এই আনন্দ মিছিল বের হয়।
উক্ত আনন্দ মিছিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম লুৎফর রহমান।
এসময় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগ নেতা সম আলাউদ্দিন, যুবলীগ নেতা মঞ্জুর আক্তার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাউন্সিলর সুমন দাস, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর মোহাম্মদ আজিম, কাউন্সিলর আইয়ুব পাটোয়ারী সহ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।