জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ি পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর ( শনিবার) বিকালে হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।
হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ মোমিনুল ইসলাম বাবু এর সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ।হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব সামছুজ্জামান সুরুজ মেম্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, জিএসএম মিজানুর রহমান মিজান,যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন,মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির , উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ,সদস্য নজরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমূখ।হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ও প্রার্থীগণ মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।